চুটকি – ৩

Like
Like Love Haha Wow Sad Angry
11

এক লোক টাকা জাল করতে-করতে ভুল করে একবার একটা চৌদ্দ টাকার নোট জাল করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল।
ভাই, এই নোটটার ভাংতি হবে? প্রতুত্তরে “হবে” শুনে সে অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এল সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।

😛 😛 😛

Like
Like Love Haha Wow Sad Angry
11

Leave a Reply